
ইহা একটা অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। ইহার মূল উদ্দেশ্য জণস্বাস্থ্য রক্ষায় প্রাথমিক চিকিৎসা মূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বেকারত্ব রোধ, জনফিস্কোরণ রোধ করার এক মহৎ প্রচেষ্টা। গরীব জনগোষ্ঠী বঞ্চিত তা বলার অপেক্ষা রাখেনা। রোগ, শোক, বেকারত্ব, হতাশা উপায়হীতা, মহামারী, অকাল মৃত্যু যাদের নিত্য সাথী। এদেশের জনসংখ্যার তুলনায় ডাক্তারের অপ্রতুল্যতা দুঃখজনক ভাবে হতাশাব্যাঞ্জকঅ যার ফলশ্রুতিতে প্রায় ৯০ ভাগ মানুষ বড় ডাক্তার বা বড় হাসপাতালের সেবা থেকে বঞ্চিত। তাদের এক মাত্র ভরসা গ্রাম্য ডাক্তার। কিন্তু প্রকৃত পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থ্যা নেই। সে কারনে গ্রাম বাংলার সিংহভাগ মানুষের অন্ততঃ প্রাথমিক চিকিৎসা ও পরিবার পরিকল্পনামূলক (L.M.A.F) প্রোগ্রাম কোর্সে প্রদানের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য তথা সরকার কর্তৃক ঘোষিত দুই হাজার পচিশ (২০২৫) সালের মধ্যে "সবার জন্য স্বাস্থ্য” তাহা বাস্তবায়নের সহোযোগিতায় আমাদের সামান্য জনহিতকর (L.M.A.F) প্রোগ্রাম পদক্ষেপ। অভিশপ্ত বেকারত্ব তথা জনসংখ্যার বৃদ্ধির যে দূরত্ব স্রোতধারা ক্রমন্বয়ে বৃদ্ধি পাইতেছে তাহার ফলে যাবতীয় অসামাজিক কার্যকলাপের সৃষ্ট বিষ বন্যায় দেশের সকল উন্নয়ণ কর্মকান্ড ভাসিয়া যাইতেছে। এ দূরহ অবস্থা অসহনীয় বেকারত্ব ও জন বিস্ফোরণ রোধ করিতেই হইবে, নইলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব রক্ষা করা অসম্ভব হইয়া পড়িবে। উল্লেখ্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উল্লেখিত সমস্যা এই ভয়াবহতা এবং গ্রামীন স্বাস্থ্যের উন্নতি কথা প্রথম অনুভব করেন এবং বাস্তব পদক্ষেপ নেন। তাদের পদাঙ্খ অনুসরণ করে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকারের ঘোষিত সোনার বাংলা গঠনের লক্ষ্যে ও গ্রামীণ স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য প্রাথমিক পরিচর্য, শিশু স্বাস্থ্য পুষ্টি ও পরিবার পরিকল্পনামূলক কার্যক্রম ও কয়েকটি বাস্তব পদক্ষেপ নেন। জন বিস্ফোরনের সমস্যা জাতীয় ১নং সমস্যা বলিয়া চিহ্নিত হইয়াছে। এই ব্যাক্তিগত ভাবে যাহাতে দৃঢ় এবং বাস্তব ভূমিকা রাখিতে পারে তাহার জন্য রইয়াছে আদর্শ কার্যক্রম ভিত্তিক অবিচল আস্থা।